লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : লাকসামে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় উপজেলা ও পৌরসভা এলাকার ১১৮টি সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী উত্তীর্ণ ৮৮৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষায় ৮৯০ জন শিক্ষার্থী অংশ নেয়ার কথা থাকলেও ৪ জন শিক্ষার্থী অনুপস্থিত থাকে।
পরীক্ষায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রসাদ কুমার ভাওয়াল। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন, লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন। হল সুপার ছিলেন, বরই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল কুমার সিংহ। সহকারী হল সুপার ছিলেন, এলাইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান।
পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন। এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, সহকারী শিক্ষা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, বৈরী আবহাওয়ায় ঐদিন সকালে ঠান্ডা ও কুয়াশাচ্ছন্ন পরিবেশে শিক্ষার্থী-অভিভাবকদের কেন্দ্রে পৌঁছুতে বেগ পেতে হয়। হিম-শীতল বাতাস আর ঠান্ডা এড়িয়ে পরীক্ষা চলাকালে অভিভাবকদের কেন্দ্রের আশেপাশে অবস্থান নিতে দেখা যায়।
লাকসাম উপজেলা শিক্ষা অফিসার আবদুল্লাহ আল মামুন জানান, সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোনোরূপ অপ্রীতিকর ঘটনা ঘটেনি
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.