মাসুদ পারভেজ রনি, লাকসাম (কুমিল্লা)
লাকসামে ফেইস ইন্টারন্যাশনাল স্কুলের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (১০জানুয়ারী) বুধবার সকালে উত্তর লাকসাম আর-বি ভবনে প্রতিষ্ঠিত ফেইস ইন্টারন্যাশনাল স্কুলের হল রুমে কেক কেটে ও অভিভাবক সমাবেশের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফেইস ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান এডভোকেট রফিকুল ইসলাম হিরা।
ফেইস ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ আমিরুল মোমেনীন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লাকসাম নবাব ফয়েজুন্নেসা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন হেলাল, ৪নং ওয়ার্ড কাউন্সিল আবদুল আজিজ, সহকারী শিক্ষক লিপি ভৌমিক, দীপক কল্যান সাহা, কোহিনূর আক্তার, নাজমা আক্তার, সাজিয়া আফরিন অরিন, সাদকাতুন নাহার, অর্পিতা ভৌমিক।
উক্ত অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতি অনুষ্ঠানকে প্রানবন্ত করে তুলে।
এসময় শিক্ষার্থীরা কৌতুক, কবিতা আবৃত্তি, নৃত্য, দেশাত্মবোধক গান পরিবেশন করেন।
পরে ২০২৩ সালের শিক্ষাবর্ষে প্লে থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মেধা পুরস্কার ও বিজয় দিবসে অনুষ্ঠিত চিত্রাঙ্কন এবং সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান প্রারম্ভে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন উত্তর বাজার জামে মসজিদের খতিব হযরত মাঃ মহিউদ্দিন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.