লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা ০৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম কর্ণেল (অবঃ) এম আনোয়ার উল আজিমের একমাত্র মেয়ে সামিরা হোসেন দোলা (দোলা আজিম) শোডাউন করে রাজনীতিতে প্রথম যাত্রা শুরু করেছেন।
রবিবার বিকালে মহাসড়ক লালমাই উপজেলার ফয়েজগঞ্জ বাজার হতে বিরাট মোটর সাইকেল শোভাযাত্রা ও গাড়ী বহর নিয়ে লাকসাম দক্ষিণ বাজার বিএনপি কার্যালয়ের সামনে সভায় বক্তব্য রাখেন। সভায় সামিরা হোসেন দোলা বলেন আমার পিতা বিএনপির জন্য কাজ করেছেন। আমার পিতার সাজানো বিএনপিকে এলাকায় তৃণমূলে শক্তিশালী করুন। আমি আপনাদের পাশে আছি এবং যতদিন বেঁচে আছি ততদিন থাকবো। আপনারা মাঠ ধরে রাখবেন এবং মাঠ ছাড়বেন না।
উল্লেখ্য কর্ণেল (অবঃ) আনোয়ার উল আজিম ৩১ মে মারা যান। পিতার পর একমাত্র মেয়ে দোলা আজিম লাকসামে রাজনীতিতে শোডাউন করে প্রথম যাত্রা শুরু করলেন। তিনি শোডাউন করে প্রথমে লাকসাম ও খিলা বাজার, মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে সভা করে শরিফপুর নিজ গ্রামের বাড়িতে যান। এসময় পথে পথে তাদের সমর্থিত নেতা কর্মীরা ফুল ছিটিয়ে স্বাগত ও বরণ করে নেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.