ডেস্ক রিপোর্ট
কুমিল্লার লাকসামে বিএনপির গণসংযোগকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে সাবেক এমপি আনোয়ারুল আজিমের মেয়ে ও বিএনপির মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিম দোলাসহ অন্তত ১৮ জন আহত হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ছনগাঁও এলাকায় এ সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, লাকসাম-মনোহরগঞ্জ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিমের মেয়ে সংসদ নির্বাচনে মনোনয়ন বঞ্চিত সামিরা আজিম দোলা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ওই এলাকায় গণসংযোগে যান। এ সময় একই আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী আবুল কালামের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
এতে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। আহতদের মধ্যে রয়েছেন মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিম দোলা, বিএনপি নেতা আব্দুর রহমান বাদল, জসিম উদ্দিনসহ অন্তত ১০ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়। এসময় একটি মাইক্রোবাস ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করা হয় বলেও জানা গেছে।
বিএনপি নেত্রী সামিরা আজিম দোলা সাংবাদিকদের বলেন, 'ছনগাঁও আমাদের একটি মহিলা সমাবেশ ছিল। সেটি করতে দেবে না বলে হুমকি দেওয়া হয়েছিল। তারপরও আমার নেতাকর্মীদের কথা বিবেচনা করে আমি যাই। তখনই হামলা হয়। সেখানে অনেক মহিলাসহ আমার নেতাকর্মী আহত হয়েছে। যারা একাজ করেছে তারা বিএনপির আদর্শে বিশ্বাসী হতে পারে না।'
বিএনপি নেতা জসিম উদ্দিন বলেন, 'আমার মাথা ফেটে গেছে। অন্তত ৫০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।'
অভিযোগ প্রত্যাখ্যান করে আবুল কালাম সমর্থক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, 'আজ আমাদের কোথাও কোনো প্রোগ্রাম ছিল না। আর আমরা যেহেতু মনোনয়ন পেয়ে গিয়েছি তাহলে আমরা কেন বিশৃঙ্খলা তৈরি করব। আমরা তো এলাকায় শান্তি চাই। যারা এই কাজ করেছে বা এ ঘটনার সাথে জড়িত তাদেরকে প্রশাসন তদন্ত করে খুঁজে বের করবে এটা আমাদেরও দাবি। এখন উল্টো দলা গ্রুপের লোকজন আমাদের কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হয়রানি করছে। বেশ কয়েকজনকে আহত করেছে। পোস্টার ফেস্টুনও ছিড়ছে।'
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাজিয়া বিনতে আলম বলেন, 'ছনগাঁয়ের ঘটনায় সামিরা আজিম দোলাসহ মোট ১৮ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসা নিয়েছে। সামিরা আজিম দোলা কে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, 'ঘটনার পর পরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনা এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।'
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.