কুমিল্লার লাকসামে মোটর সাইকেল দুর্ঘটনায় ১জন নিহত ও ২ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত প্রায় ১২টার সময় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নশরতপুর এলাকায়।
নিহত মোটর সাইকেল আরহী মোঃ রবিউল হোসেন (২৭) পৌরসভার ৪নং ওয়ার্ডের উত্তর লাকসাম এলাকার ভাঙ্গারী ব্যবসায়ি শরাফত উল্লাহর ছেলে।
এ ঘটনায় গুরুতর আহত পৌরসভার ৮নং ওয়ার্ডের পূর্ব লাকসাম এলাকার স-মিল ব্যবসায়ি ইলিয়াস পাটোয়ারীর ছেলে জাহিদুল ইসলাম শান্তকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হসপিটালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ওইদিন নিহত রবিউল হোসেন উপজেলার স্টীল ব্রীজ সংলগ্ন খুন্তা গ্রাম থেকে দোকান কর্মচারীকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলো একই সময় পবিত্র শবে বরাতের রাত হওয়া লাকসাম থেকে শান্ত এবং তার বন্ধুরা মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল।
নশরতপুর এলাকায় আসলে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে রবিউল নিহত হয়। স্থানীয়রা ছুটে এসে রবিউল হোসেনকে ও গুরুতর আহত শান্তকে উদ্ধার করে হসপিটালে প্ররন করে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.