মাসুদ পারভেজ রনি, লাকসাম (কুমিল্লা)
লাকসামে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। স্মরণ করা হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা।
১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সকাল ৭টায় লাকসাম উপজেলা প্রশাসন, জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলাম, লাকসাম প্রেসক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন লাকসাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ৭১এর মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানান। ওইসময় সরকারি, আধাসরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা ও পৌরসভা ভবনে আলোকসজ্জায় সজ্জিত করা হয়। সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজনও করা হয়।
উপজেলা প্রশাসন : বিজয় দিবসের প্রত্যুষে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন, লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) সিফাতুন নাহারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। পরে উপজেলা প্রশাসন পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করে সালাম প্রদান করা হয়।
বিএনপি : কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালামের নেতৃত্বে এবং লাকসাম বণিক সমতির আহবায়ক ও ভাইয়া গ্রুপের পরিচালক মোঃ মজির আহমেদের সহযোগীতায় মহান বিজয় দিবস উপলক্ষে লাকসাম উপজেলা, পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিজয় র্যালী অনুষ্ঠিত হয়। এতে উপজেলা এবং পৌরসভার প্রায় কয়েক হাজার নেতাকর্মী এ বিজয় র্যালীতে অংশগ্রহণ করে।
অপরদিকে পৃথকভাবে বিএনপির সাবেক জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কর্নেল (অবঃ) এম আনোয়ারুল আজিমের নির্দেশে পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গোলাম ফারুক, গুম হওয়া বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরুর ছেলে রাফসানুল ইসলাম এবং হুমায়ন কবির পারভেজের ছেলে শাহরিয়ার কবির রাতুলের নেতৃত্বে আরেকটি বিজয় র্যালী অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলাম: বিজয় দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ জামায়াতে ইসলাম লাকসাম উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দদের আয়োজনে বিশাল বিজয় র্যালী বের করা হয়। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিণ সেক্রেটারি অধ্যাপক ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকীর নেতৃত্বে উপজেলা ও পৌরসভার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে বিজয় দিবসের প্রথম প্রহরে আহবায়ক মোঃ মনির আহমেদ ও সদস্য সচিব ফারুক আল সারাহ’র নেতৃত্বে লাকসাম প্রেসক্লাব শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.