লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার লাকসামে ৫টি মামলায় দন্ডপ্রাপ্ত আসামি মোঃ আবুল হোসেনসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।আবুল হোসেন উপজেলার খুন্তা গ্রামের মৃত আরব আলীর ছেলে। এছাড়াও ৬ মাসের দন্ডপ্রাপ্ত ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ আগস্ট) দিবাগত রাতে ও বুধবার চান্দিনা ও লাকসাম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অন্যান্যরা হলো- মাদক মামলায় দন্ডপ্রাপ্ত পৌরসভার গুন্তি গ্রামের লাল মিয়ার ছেলে মোঃ ইউসুফ, মোঃ ইউসুফের ছেলে মোঃ রাকিব ও স্ত্রী মোসা. আফরোজা।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ এ তথ্য নিশ্চিত করে জানান, আবুল হোসেনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে ৫টি মামলায় বিভিন্ন মেয়াদে সাজা ও ৮টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অন্য ৩ জনকে মাদক মামলায় ৬ মাস করে সাজা দেয়া হয়েছে।
বুধবার লাকসাম থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন, উপপরিদর্শক এইচ এম এ লতিফ, সহ-উপপরিদর্শক রাসেল মিয়াসহ পুলিশ ফোর্স থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করে। অন্যদিকে, বৃহস্পতিবার দিবাগত রাতে উপপরিদর্শক বোরহান উদ্দিন ভূইয়া, উপপরিদর্শক থোয়াইছামং চাক নয়ন, উপপরিদর্শক আনোয়ার হোসেন, সহকারী উপপরিদর্শক রাসেল মিয়াসহ পুলিশ ফোর্স জেলার চান্দিনা থানা এলাকায় অভিযান চালিয়ে ৫টি মামলায় সাজাপ্রাপ্ত মোঃ আবুল হোসেনকে গ্রেপ্তার করে।
আসামিদের কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.