লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
লাকসামে মানবিক সংগঠন সেইভ দ্যা হিউম্যানিটি'র পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে ভ্যানগাড়ি ও সেলাই মেশিন বিতরণ করা হয়। বুধবার ২৬ ফেব্রুয়ারী বিকেলে লাকসাম পৌরসভা প্রাঙ্গণে সেইভ দ্যা হিউম্যানিটি'র চেয়ারম্যান, কুমিল্লা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এড. বদিউল আলম সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ।
বিশেষ অতিথি ছিলেন, লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা, বিশিষ্ট রাজনীবিদ মোঃ শাহ আলম, দেওয়ান মাহবুব-ই ছোবহানী খোকন প্রমুখ।
ওইদিন সেইভ দ্যা হিউম্যানিটি'র পক্ষ থেকে ৫টি ভ্যানগাড়ি ও ৩টি সেলাই মেশিন প্রধান করা হয়।
মু. আবু বাকার জাহিদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, ইকবাল হাফিজ, সাইফুল ইসলাম খোকন, খোরশেদ আলম তুহিন, ফখরুল ইসলাম মাছুম।
বক্তারা বলেন, সেইভ দ্যা হিউম্যানিটি একটি মানবিক সংগঠন। এ সংগঠনটি করোনাকালীন সময়ে আত্মপ্রকাশ করে। যখন বাবা মারা গেলে ছেলে এগিয়ে আসেনি, আত্মীয় মারা গেলে কোন স্বজনরা এগিয়ে আসেনি তখন এই সংগঠনটি মানবিকতা নিয়ে দুর্বার গতিতে অসহায় মানুষের মাঝে এগিয়ে আসে। তখন থেকেই এ সংগঠনটি মানব কল্যাণে সকল ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে।
আগামী দিনেও দেশ এবং মানুষের কল্যাণে এ সংগঠনটি দিন-রাত কাজ করবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.