লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপি শুধু ধ্বংস করতে জানে। উন্নয়ন করতে জানেনা। বিএনপি রেলওয়েকে ধ্বংস করে দিয়েছে। গোল্ডেন হ্যানসেকের নামে রেলওয়ের গতিপথ রুদ্ধ করে দিয়েছে। আর বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে রেলওয়ের অভূতপূর্ব উন্নয়ন করেছে। যার সুফল এখন জনগণ পাচ্ছে। ২০১৩ ও ২০১৪ সালে বিএনপি জামায়াত অগ্নিসংযোগ করে রেলওয়ের ব্যাপক ক্ষতি করেছে। বিএনপি যেখানে দেশের ক্ষতি করেছে আওয়ামী লীগ সেখানে উন্নয়ন করছে।
বৃহস্পতিবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আখাউড়া-লাকসাম সেকশনে নব নির্মিত ডাবল লাইন রেলপথে ট্রেন চলাচলের শুভ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার সারা দেশে রেলওয়ের ব্যাপক উন্নয়ন করেছে। দেশের জনসাধারণের যোগাযোগের কথা চিন্তা করে এক জেলার সঙ্গে অন্য জেলার রেল যোগাযোগ স্থাপন করছে বর্তমান সরকার। রেল ছাড়াও দেশের যোগাযোগ ক্ষেত্রে এ সরকার অভূতপূর্ব উন্নয়ন করে যাচ্ছে।
লাকসাম রেলওয়ে জংশন স্টেশনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আখাউড়া-লাকসাম সেকশনে নব নির্মিত ডাবল লাইন রেলপথে ট্রেন চলাচলের শুভ উদ্বোধন অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন এমপির সভাপতিত্বে গণভবন প্রান্ত থেকে স্বাগত বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি, এডিবি'র কান্ট্রি ডিরেক্টর মি. এডিমন গিনটিং, লাকসাম প্রান্ত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি। এসময় রেলপথ মন্ত্রণালয় সংসদীয় কমিটির সদস্য নাসিমুল ইসলাম এমপি, রেলওয়ে মহা ব্যবস্থাপক মো. কমরুল আহসান, অতিরিক্ত মহা পরিচালক (অপারেশন) সর্দার শাহাদাত আলী, রেলওয়ে (পূর্ব) জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর হোসেন, চীফ অপারেটিং সুপারেন্ডেন্ট জাকির হোসেন, প্রকল্প পরিচালক সবুক্তিগীন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.