মাসুদ পারভেজ রনি, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: লাকসাম উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ ইউনুছ ভুঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিনের পরিচালনায় সভায় ইউনিয়ন চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ তাদের কার্যক্রম তুলে ধরেন। এ সময় বিভিন্ন সমস্যা ও সমাধান বিষয়ে পর্যালোচনা করা হয়।সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা, ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ সওদাগর, আবদুল আউয়াল, আলী আহমদ, ইমাম হোসেন, নজরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: একেএম রকিবুল হাসান, কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলাম, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা নাজিয়া বিনতে আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রসাদ কুমার ভাওয়াল, সমাজ সেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মানসী পাল, লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন খন্দকার, বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী (সেচ) মোঃ বেলাল হোসেন প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতারক চক্র কর্তৃক বিভিন্ন ভাতাভোগীদের টাকা হাতিয়ে নেয়ার বিষয় সভায় তুলে ধরেন, সমাজ সেবা কর্মকর্তা। এ বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান কর্মকর্তাবৃন্দ। এছাড়াও জনসাধারণকে টিকা গ্রহণে আগ্রহী করা, কিশোর অপরাধীদের দমনসহ নানা বিষয়ে আলোচনা হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.