মাসুদ পারভেজ রনি, লাকসাম প্রতিনিধি: নানা আয়োজনে ঐতিহ্যবাহী লাকসাম দৌলতগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় দৌলতগঞ্জ বাজারের নোয়াখালী রোডের দিঘির পাড়ে ফিতা ও কেক কাটাসহ নানা আয়োজনে কার্যালয় উদ্বোধন করেন আগত অতিথিবৃন্দ।
লাকসাম ব্যবসায়ী সমিতির সভাপতি তাবারক উল্লাহ কায়েসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মহব্বত আলী, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন।
ব্যবসায়ি নেতা মোঃ মোশারফ হোসেন মজুমদারের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পিন্টু রঞ্জন সাহা, সহ-সভাপতি এডভোকেট মোঃ রফিকুল ইসলাম হিরা, গোলাম ফারুক, আবদুল্লাহ আল মাহমুদ খসরু, দপ্তর সম্পাদক অভিজিৎ সাহা কিনু, প্রচার সম্পাদক আনিসুর রহমান কাঞ্চন, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন সাকন, হাসপাতাল মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ডা. আনোয়ার ইসলাম মাসুম, কাপড় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন।
অনুষ্ঠানে ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মোঃ আবদুল কুদ্দুস, হুমায়ুন কবির কামাল, সাবেক প্যানেল মেয়র বাহার উদ্দিন, জুয়েলারি ব্যবসায়ী সমিতির প্রবীর সাহা, সুভাষ বনিক, অন্যান্য নেতৃবৃন্দসহ শাখা সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.