এ জে সোহেল, ষ্টাফ রিপোর্টারঃ রবিবার (১৫ জানুয়ারি ২২ ইং) বৃহত্তর লাকসাম বঙ্গবন্ধু ফোরাম চট্টগ্রাম'র উদ্যোগে পাঁচ শতাধিক পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতা ও নেতৃত্বের মাধ্যমে মাননীয় এলজিআরডি মন্ত্রী জনাব তাজুল ইসলাম মহোদয় এর স্নেহের ছোট ভাই বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, প্রেসিডেন্ট, বৃহত্তর লাকসাম বঙ্গবন্ধু ফোরাম চট্টগ্রাম ও মো: এনায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক, বৃহত্তর লাকসাম বঙ্গবন্ধু ফোরাম চট্টগ্রাম। সাবেক সভাপতি, চট্টগ্রাম আয়কর আইনজীবী সমিতি, সহ আরো উপস্থিত ছিলেন উক্ত সংগঠন এর সহ-সভাপতি মোঃ আজহারুল ইসলাম, সিনিয়র সহ পরিচালক, পিডিবি, চট্টগ্রাম, মো: গোলাম মোস্তফা, টেকনিক্যাল অফিসার, কর্ণফুলী গ্যাস লিঃ, সৌমেন্দু বসু সিআইপি চট্টগ্রাম, আঞ্জুমান আরা বেগম, প্রধান শিক্ষক, কোয়াইশ সরকারী প্রাথমিক বিদ্যালয়, হাটহাজারী, চট্টগ্রাম। আবু জাফর সোহেল, ষ্টাফ রিপোর্টার, দৈনিক মুক্তির লড়াই। মোঃ জাহাঙ্গীর হোসেন, কার্যনির্বাহী সদস্য ও ফেবিয়ান ষ্টাফ এর মাধ্যমে লাকসাম মনোহরগঞ্জ উপজেলার দরিদ্র ও শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়। সংগঠনটি লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার দরিদ্র ও হতদরিদ্র জনসাধারণের উন্নয়ন এর জন্য বৃহত্তর চট্টগ্রাম এর বিভিন্ন জেলাতে কাজ করে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.