মাসুদ পারভেজ রনি, লাকসাম (কুমিল্লা)
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাকসাম- মনোহরগঞ্জে ২৫৭কুমিল্লা -০৯ আসনে জয়ের সম্ভাবনার ক্ষেত্রে নির্বাচনী জরিপে অন্য সব প্রার্থীর চেয়ে এগিয়ে রয়েছে মোঃ তাজুল ইসলাম। এই আসনের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আসন্ন নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। নির্বাচন হবে অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতামূলক।গত সোমবার নৌকার প্রতীক পাওয়ার পর ভোটারদের মাঝে নানান জল্পনা কল্পনা। ৭জানুয়ারি ভোটের দিন উৎসবমুখর পরিবেশে ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে যাবেন।প্রতীক পাওয়ার পরপরই এলাকায় মোঃ তাজুল ইসলাম এর ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে। যা নির্বাচনী আমেজকে আরো বাড়িয়ে তুলেছে। এই আসনে একমাত্র বড় দলের প্রার্থী হিসেবে রয়েছে কেবল মোঃ তাজুল ইসলাম। বাকি ৫ প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করলেও জয়লাভ করতে পারেনি। ফলে এ আসনের ৪ বারের সংসদ সদস্য মোঃতাজুল ইসলাম নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত। এই আসনে বর্তমানে ৬প্রার্থী রয়েছে।তারা হলেন আওয়ামী লীগের প্রার্থী মোঃ তাজুল ইসলাম প্রতীক নৌকা, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ মনিরুল আনোয়ার প্রতীক মশাল, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মোঃ আবু বক্কর সিদ্দিক প্রতীক চেয়ার,জাতীয় পার্টি মোঃ গোলাম মোস্তফা কামাল প্রতীক নাঙ্গল, কৃষক শ্রমিক জনতা লীগ মোঃজমীর উদ্দীন প্রতীক গামছা, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট মোঃমোয়াজ্জেম হোসেন প্রতীক মোমবাতি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.