মাসুদ পারভেজ রনি, লাকসাম (কুমিল্লা)
নানা কর্মসূচির মধ্য দিয়ে সোমবার (১১ ডিসেম্বর) বৃহত্তর লাকসাম মুক্ত দিবস অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে লাকসাম উপজেলার বীর মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
ওই দিন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে যুদ্ধকালীন প্লাটুন কমান্ডার মনোহর আলী তোতার নেতৃত্বে একটি বর্ণাঢ্য৷ শুভযাত্রা বের হয়ে দৌলতগঞ্জ বাজার, রেলওয়ে জংশন গোলচত্বরসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আনন্দ র্যালী ও শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, লাকসাম পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস মিয়া, আইয়ুব আলী, মোঃ সিরাজ, মোস্তফা কামাল, আলী আশ্রাফ, সিরাজ মিয়া, মোঃ শহীদ, আবদুল আউয়াল, বিনোদন বিহারী, ইউনুস মিয়া, অহিদুর রহমান, জয়নাল আবেদীন, মোঃ ফয়েজ, মোজাম্মেল গার্ড, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি জাহিদ হাসান রিপন, সাধারণ সম্পাদক এটিএম নুরুল হুদা রাজু, মোজাম্মেল হক আলম, ডাক্তার মনির হোসেন, নূরে আলম ভূঁইয়া টুটুল, শাহাদাত হোসেন সুজন, কামরুজ্জামান জনি, জহিরুল ইসলাম, অহিদুর রহমান, তোফাজ্জল হোসেন প্রমুখ।
মুক্ত দিবসের প্রত্যুষে মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.