লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
লাকসাম সাংবাদিক ইউনিয়নের পূনঃগঠন কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷
২৫ মার্চ (মঙ্গলবার) লাকসাম বিএস টাওয়ারে স্কাই লাউঞ্জ রেস্তোরাঁর হল রুমে লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হীরার সঞ্চালনায় পরিচিতি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ৷
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লাকসাম প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আব্দুল কুদ্দুস, সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান দুলাল, সিনিয়ার সাংবাদিক ও দৈনিক দিনকাল কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি মশিউর রহমান সেলিম, লাকসাম প্রেসক্লাবের আহবায়ক মনির আহমেদ, লাকসাম প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম আহবায়ক আরিফুর রহমান স্বপন, সদস্য সচিব ফারুক আল শারাহ, লাকসাম প্রেসক্লাবের সাবেক প্রচার সম্পাদক মিজানুর রশিদ, দৈনিক স্বদেশ প্রতিদিন লাকসাম প্রতিনিধি চন্দন সাহা, দৈনিক রূপালী বাংলাদেশ লাকসাম প্রতিনিধি মোজাম্মেল হক আলম, অনলাইন চ্যানেল জেড টিভির মো. জাহিদুল ইসলাম, অনলাইন চ্যানেল লাকসাম টিভির আব্দুল জলিল, সাপ্তাহিক সময়ের দর্পণ পত্রিকার স্টাফ রিপোর্টার শাহ মো. নুর আলম, দৈনিক আজকের জীবন পত্রিকার লাকসাম প্রতিনিধি নাজমুল হাসান, দৈনিক যায়যায়কাল লাকসাম প্রতিনিধি জিল্লুর রহমান, সরেজমিন বার্তা লাকসাম প্রতিনিধি হামিদুল ইসলাম লিটনসহ লাকসামে কর্মরত বিভিন্ন সংবাদকর্মী ও লাকসাম সাংবাদিক ইউনিয়নের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ২২ মার্চ লাকসাম সাংবাদিক ইউনিয়নের কমিটি পুনঃগঠন করা হয়েছে৷ এতে প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাফর আহমেদ, সাধারণ সম্পাদক হিসেবে (পুনরায়) নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক হিসেবে (পুনরায়) নির্বাচিত হয়েছেন সেলিম চৌধুরী হীরা৷
এবং কণ্ঠ ভোটের মাধ্যমে সহ-সভাপতি পদে মো. আহসান উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক পদে মো. আমজাদ হোসাইন, প্রচার সম্পাদক পদে মো. দেলোয়ার হোসাইন, দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ উল্লাহ, অর্থ সম্পাদক পদে মো. আমিনুল ইসলাম এবং মহিলা সম্পাদক পদে সারিয়া চৌধুরী নির্বাচিত হয়েছে।
অন্যান্য সদস্যরা হলেন- এস আই শিমুল, মো. মাইন উদ্দিন, বিপ্লব ইসলাম, আব্দুল মান্নান মজুমদার, মো. মাহবুব আলম, মো. জাহিদ শান্ত ও প্রবাসী সদস্য অহিদুল ইসলাম৷ ২০১৭ সালে গঠিত লাকসাম সাংবাদিক ইউনিয়নের এটি তৃতীয় মেয়াদের কমিটি৷
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.