লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিদ্যুতায়িত হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার ভাদাই ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তির নাম রেজাউল করিম রেজা (৪২)। তিনি ওই গ্রামের মৃত কবির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিজ বাড়িতে চালিত সেচ পাম্পের সংযোগ দিয়ে ভুট্টাখেতে সেচ দিচ্ছিলেন রেজাউল করিম। সেচ পাম্পের হেলে পড়া একটি তার ওঠাতে চেষ্টা করেন তিনি। এ সময় সেই তারের লিকে অসাবধানতায় হাত পড়লে বিদ্যুতায়িত হন তিনি। পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেয়ে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.