লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের সতী নদীর বিভিন্ন জায়গায় ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি এবং হুমকির মুখে পড়েছে আশপাশের বেশকিছু বসতবাড়ি।
স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী কয়েকটি চক্র দীর্ঘদিন থেকে মৃতপ্রায় সতী নদী থেকে ড্রেজার মেশিন বসিয়ে পাইপের মাধ্যমে অবাধে বালু উত্তোলন করছে।
সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের মুন্সির বাজার, খুনিয়াগাছ চাংরার পার পানাতি পাড়া, হারটি ইউনিয়নের টাংরুর বাজার এলাকায় সতী নদীতে পাইপ বসিয়ে প্রকাশ্যেই বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন করছে। উত্তোলিত বালু নির্দিষ্ট জায়গায় রেখে জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এমনকি বাড়ি ভরাট করতেও ব্যবহিত হচ্ছে বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন।
স্থানীয়রা জানায়, তারা এলাকার প্রভাবশালী হওয়ায় দীর্ঘদিন থেকেই দাপটের সঙ্গে সতী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। তাদের বিরুদ্ধে কথা বলতে গেলে বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতনের সম্মুখীন হতে হয়। এদিকে নেতার প্রভাব খাটিয়ে সতী নদী থেকে বালু উত্তোলন করে আসছে প্রভাবশালী চক্রটি।
খুনিয়াগাছ ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) শাহজালাল জানান, ‘জেলা নির্বাহী অফিসার মহোদয়ের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে ড্রেজার মেশিন মালিকদের বালু উত্তোলন বন্ধ করতে বলি এবং তারা বালু উত্তোলন বন্ধ ও করে কিন্তু আমরা ঘটনাস্থল থেকে চলে আসলে তারা আবারো বালু উত্তোলন শুরু করে ।
খোঁজ নিয়ে জানা গেছে, ড্রেজার মেশিন এক জায়গা থেকে স্থানান্তর করে অন্যত্র বসিয়ে বহাল তবিয়তে বালু উত্তোলন করে যাচ্ছে।
এ ব্যাপারে লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সাথে কথা হলে তিনি বলেন আমরা দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.