ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন,জেন্ডার বৈষম্য করবে নিরসন এই শ্লোগানে সারাদেশের ন্যায় লালমনিরহাটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো অডিটোরিয়ামে এক আলোচনা সভায় মিলিত হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) রশিদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ।
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, পুলিশ সুপার সাইফুল ইসলাম,কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য সফুরা বেগম রুমি,বিশিষ্ট কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি,জেলা পরিষদ সদস্য মেহেরুন নাহার মেরীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে মহিলা অধিদপ্তর কর্তৃক পরিচালিত কিশোর কিশোরী ক্লাবের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.