লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে আ’লীগ নেতা ও সাবেক কাউন্সিলর রাশেদুল হাসান রাশেদ ওরফে মুন্সী রাশেদকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) রাতে লালমনিরহাট জেলা সদর হাসপাতাল সামন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি লালমনিরহাট পৌরসভার ২ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক ও ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। গ্রেপ্তার রাশেদুল ইসলাম রাশেদ লালমনিরহাট পৌরসভার খোর্দ্দসাপটানা এলাকার হাসান আলীর ছেলে।
পুলিশ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার ঘটনায় ঢাকা লালবাগ থানায় হত্যা মামলা এবং মিরপুর থানায় হত্যাচেষ্টা মামলা সহ জেলা ও ইউনিয়ন বিএনপির অফিস ভাংচুর মামলা এজাহার নামীয় আসামি আ’লীগ নেতা রাশেদ। দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে জেলা সদর হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুনবী বলেন, ঢাকায় হত্যা ও হত্যাচেষ্টা মামলা সহ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়ি ভাঙচুর, মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপি অফিস ভাঙচুর ও মহেন্দ্রনগর বাজারে দোকানপাট ভাঙচুর মামলায় অভিযুক্ত রাশেদ গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.