তারিকুল ইসলাম, লালমনিরহাট
"প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি" এই প্রতিপাদ্যে লালমনিরহাটে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং বৃক্ষরোপণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।
বুধবার (১২ আগষ্ট) সকালে লালমনিরহাট যুব ভবন হলরুমে যুব উন্নয়ন অধিদপ্তর লালমনিরহাট উপপরিচালকের কার্যালয়ের আয়োজনে, নজীর, RAISE প্রকল্প ও পিকেএসএফের সহযোগিতায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়।
উক্ত অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর লালমনিরহাটের উপপরিচালক আব্দুস সালাম শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ রাসেল মিয়া। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদত হোসেন, লালমনিরহাট এগ্রিকালচারের উপপরিচালক প্রনয় বিষান দাস,লালমনিরহাট জেলা মৎস্য কর্মকর্তা সানজিদা ইয়াসমিন। শপথ বাক্য পাঠ করান লালমনিরহাট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক সবুজ মিয়া।
আলোচনা সভা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে ঋণের চেক ও সনদ বিতরণ করা হয়। পরিশেষে যুব উন্নয়ন ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.