লালমনিরহাট প্রতিনিধি: জেলা শহরের পুরাতন অডিটরিয়ামে বঙ্গবন্ধু পরিষদ সদর উপজেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান।
পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা, যুগ্ম সাধারন সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, জেলা মুক্তিযুদ্ধা ইউনিট কমান্ড এর সাবেক জেলা কমান্ডার মেজবাহ উদ্দিন ।
বঙ্গবন্ধু পরিষদ সদর উপজেলা শাখার আহবায়ক শাহজাহান মিয়ার সভাপতিত্ব সম্মেলনে জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক(অবঃ) আব্দুল মজিদ মন্ডল, সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগম বিউটি, সহ সভাপতি কবি মাখন লাল দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে শাহজাহান মিয়াকে সভাপতি ও আব্দুল মান্নানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাট সদর উপজেলা শাখা কমিটি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.