লালমনিরহাট প্রতিনিধি
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে, বিশেষ ট্রেন বরাদ্দ না পাওয়ায়, লালমনিরহাটে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে দলটির নেতা-কর্মীরা। এতে করে, ৬ ঘন্টা বন্ধ হয়ে ছিলো ট্রেন চলাচল। আর লালমনিরহাট রেল স্টেশনের উভয় দুই পাশেই অনেক সময় ধরে যাত্রীরা ভোগান্তিতে রয়েছিলো।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে এ অবরোধের কারণে এ রেলস্টেশনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এতে, চরম দুর্ভোগে পড়েছেন শত শত সাধারণ যাত্রী। এদিন সকাল ৯.৩০ মিনিটের দিকে বিএনপি'র নেতাকর্মীরা লালমনিরহাট রেলস্টেশনে এসে ঢাকা অভিমুখী আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনে শুয়ে ও বসে রেললাইন অবরোধ করে রাখেন।
এ সময়ে বিক্ষোভকারীরা বলেন, আগামী ২৫ ডিসেম্বর বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকায় প্রত্যাবর্তন উপলক্ষে, আয়োজিত- অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য গত ১৯ ডিসেম্বর রেল কর্তৃপক্ষের কাছে একটি বিশেষ ট্রেনের বরাদ্দের জন্য আবেদন করা হয়। তবে,দীর্ঘ কয়েকদিন যাবৎ অপেক্ষার পর গত সোমবার রাতে রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, তারা বিশেষ ট্রেন দিতে পারবে না। আর তাদের এ সিদ্ধান্তের প্রতিবাদেই রেলপথ অবরোধে নামেন বলে জানান বিএনপি'র বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
যাদু মিয়া নামে ঢাকাগামী এক যাত্রী বলেন, ‘আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত না। আমাদের সময়ের অনেক মুল্য রয়েছে। দলীয় এ অবরোধের কারণে ট্রেন কখন ছাড়বে,আমরা জানি না।'
লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান ভিপি আনিছ বলেন, ‘টিকিটের বিনিময়ে বৈধভাবেই আমরা বিশেষ ট্রেন চেয়েছিলাম। কিন্তু, কয়েকদিন দিন ধরে আমাদের সঙ্গে টালবাহানা করা হচ্ছে। এবং শেষ পর্যন্ত ইচ্ছাকৃতভাবেই ট্রেন বরাদ্দ দেওয়া হয়নি বলে আমরা মনে করি। যা রাজনৈতিক প্রতিহিংসারই বহিঃপ্রকাশ। আমাদের এই যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।’
আর এ বিষয়ে লালমনিরহাট (ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার) ডিআরএম, এর কার্যালয়ে গেলে, নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, স্যার পরিদর্শনের বর্তমানে কাজে কুড়িগ্রাম জেলায় অবস্থান করছেন। এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
অপরদিকে, অবরোধের সাড়ে ছয় ঘণ্টা পর লালমনিহাট থেকে সকল ট্রেন চলাচল স্বাভাবিক হলেও লালমনি এক্সপ্রেস, করতোয়া, পদ্মরাগ, পার্বতীপুর কমিউটার সহ চারটি ট্রেনের শিডিউল বিপর্যয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.