মোঃ তরিকুল ইসলাম খন্দকার, লালমনিরহাট
বৈষম্যমূলক নিয়োগ প্রক্রিয়া ও পরিচ্ছন্নতাকর্মী পদে নিয়োগের ক্ষেত্রে লিখিত পরিক্ষা কঠোরতা শিথিল করে দক্ষতা ভিত্তিক পরিক্ষা পদ্ধতি প্রণয়ন করে নিয়োগ পরিক্ষা বাতিলের দাবিতে লালমনিরহাট হরিজন ঐক্য পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে হরিজন জনগোষ্ঠীর শতাধিক মানুষ এই মানববন্ধনে অংশগ্রহন করেন।
এসময় হরিজন জনগোষ্ঠীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ বক্তব্য রাখেন, তারা বলেন অভিলম্বে এই নিযোগ পরিক্ষা বাতিল করে জাত সুইপারকে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। তারা বলেন ৪৫ জন পরিক্ষায় অংশগ্রহণ করলেও একজনকেও পরিক্ষায় পাশ দেখায়নি জেলা প্রশাসক। এসময় তারা আরোও বলেন, স্বজনপ্রীতি করে এই নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগ পরিক্ষায় অংশগ্রহনকারী পলি বাশফোড় জানায়, লিখিত পরিক্ষায় আমরা ৪৫ জন পরিক্ষা দিয়েছি একজনকে ও নেওয়া হয়নি।
লালমনিরহাট হরিজন ঐক্য পরিষদের সভাপতি কৈলাস বাঁশফোড় বলেন, হরিজন সম্প্রদায়ের মানুষজন তাদের ন্যায্য দাবি আদায়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন করছেন। পরিচ্ছন্ন কর্মী হিসেবে যে পরিক্ষা নেওয়া হয়েছে তা বাতিল করে অভিলম্বে পুনরায় পরিক্ষা নেওয়া হোক।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.