লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা। মেলায় জেলা ও উপজেলার বিভিন্ন নার্সারী থেকে সহস্র প্রকারের চারা গাছের বিক্রয় ও প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।
রোববার (২৭ জুলাই) বিকেলে শহরের কালেক্টরেট মাঠে এই মেলার উদ্বোধন করেন লালমনিরহাটের জেলা প্রশাসক রকিব হায়দার।উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেলায় জেলার বিভিন্ন নার্সারির উদ্যোগে ফলজ, বনজ, ভেষজ, ঔষধি এবং সৌখিন গাছের চারা বিক্রি করা হচ্ছে। নার্সারিগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, গাছগুলো অত্যন্ত কম দামে বিক্রি করা হচ্ছে যাতে সাধারণ মানুষ সহজেই গাছ সংগ্রহ করতে পারে এবং পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে পারে।
মেলায় অংশ নেওয়া নার্সারিগুলোর মধ্যে "ভান্ডারী ভীষজ নার্সারি" অন্যতম। প্রতিষ্ঠানটির মুখপাত্র ছৈয়দুর রহমান জানান, তিনি আদিতমারী উপজেলা থেকে এসেছেন এবং তার স্টলে গাছের চারা প্রদর্শন করা হচ্ছে, যা আগ্রহীদের মাঝে বেশ সাড়া ফেলেছে।
নার্সারিগুলো। স্থানীয়দের মাঝে মেলা ঘিরে উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গেছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের মেলার মাধ্যমে গাছ লাগানোর প্রতি সাধারণ মানুষের আগ্রহ বৃদ্ধি পাবে এবং পরিবেশ রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গাছ আমাদের জীবন পরিবেশ সকল কিছুর জন্য খুবই উপকারী বন্ধু, গাছ লাগাই পরিবেশে বাচাই।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.