লালমনিরহাট প্রতিনিধি: রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে সদর উপজেলা পরিষদ চত্তরে কৃষি মেলা উদ্বোধন উপলক্ষে র্যালী ও উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ্।
সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতআরা ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমনিরহাটের উপ পরিচালক মোঃ হামিদুর রহমান,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন,
উপজেলা কৃষি অফিসার মোঃ হাসিনুর রহমান।
আলোচনা সভা শেষে শতাধিক কৃষকের মাঝে আম ও মালটার চারা বিতরণ করা হয়। কৃষি সামগ্রী পরিচিতির জন্য মেলায় প্রদর্শনীর জন্য ১১ টি স্টল রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.