মুহাম্মদ মনিরুজ্জামান, লালমাই
কুমিল্লার লালমাইয়ে ১০ বোতল ফেনসিডিল সহ সাইফুল ইসলাম সুমন (৩৭) ও এবায়েদুল্লাহ প্রঃ শিমুল (৩৩),আশরাফুল ইসলাম চৌধুরী সজল নামে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমাই থানা পুলিশ।
আটককৃত সাইফুল ইসলাম সুমন উপজেলার হরিশ্চর চৌরাস্তার সুমন হার্ডওয়্যারের মালিক এবং শ্রীরামপুর গ্রামের আব্দুল বারীর ছেলে ও এবায়েদুল্লাহ প্রঃ শিমুল উপজেলার ভাটরা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে অপর আসামি আশরাফুল ইসলাম চৌধুরী সজল লাকসাম উপজেলার বড়তুপা গ্রামের মৃত নুরুল ইসলাম চৌধুরীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায় , লালমাই থানা পুলিশের উপ-পরির্দশক (এস আই) মো. জামিল মিঞা এর নেতৃত্বে একদল পুলিশ, ফেনসিডিল বহন করে নেওয়ার গোপন সংবাদ পেয়ে উপজেলার হরিশ্চর চৌরাস্তায় আসামির ব্যবসা প্রতিষ্ঠান সুমন হার্ডওয়্যার দোকানে তল্লাশি চালিয়ে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
লালমাই থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মাহফুজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত (৯ ডিসেম্বর) রাতে উপজেলার হরিশ্চর চৌরাস্তা থেকে ১০ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে আটক করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা নং ৪ তাং ১০/১২/২৩, ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(খ)/৪১ রুজু করে রবিবার তাদেরকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.