মোর্শেদা চৌধুরী এ্যানি
গাঢ়ো সবুজের মাঝে ফোটা লাল বৃত্ত,
বাংলাদেশকে করছে আহা কি সম্মৃদ্ধ!
আলোকিত জ্বলমল নদীর কলকল,
পাহাড়ী ঝর্ণা ময়ূরের মধুময় নিক্কণ।
আষাঢ়ে মেঘমুক্ত আকাশ খুব সুন্দর,
রিনিঝিনি বৃষ্টি কেড়ে নিয়েছে অন্তর।
হেমন্তের হিম হিম বায়ুর নয়নাভিরাম,
শীতের ভোরের শিশির বিন্দু অবিরাম।
বসন্তের বাতাসে ছুটে চলা মধুর সুর,
কিশোরীর ঝুম ঝুমা ঝুম পায়ের নূপুর।
ধানের শীষের শিশির ভেজা স্নিগ্ধতা,
পাখির কলরবে ভেসে আসে পূর্ণতা।
বুদ্ধিজীবিদের প্রচন্ড আত্ম চিৎকার,
মুক্তিযোদ্ধাদের স্বাধীনতার অহংকার।
ভাষা শহীদদের মায়ের ভাষার দাবী,
আনন্দ কি আর ধরে রাখতে পারি?
পতাকার পতপত ধ্বনির সাথে সাথে,
লাল সবুজের সমারোহে হৃদয় নাচে।