নড়াইল জেলা প্রতিনিধি:নড়াইলের লোহাগড়ায় পূর্ব শত্রুতার জের ধরে বকুল শেখ (৪০) নামে এক গ্রাম পুলিশকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রবিবার (২৮ মে) সন্ধায় উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
সে কুমড়ি গ্রামের গ্রাম পুলিশ মৃত বদির শেখের ছেলে।
দিঘলিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন হত্যার বিষটি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে আজ রবিবার সন্ধা ৬ টার দিকে কুমড়ি গ্রামের একটি দোকান থেকে বাজার নিয়ে বাড়ি ফেরার পথে গোলাপ শেখের বাড়ির নিকট আসলে ওতপেতে থাকা কয়েকজন সন্ত্রাসীরা ধারালো দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে গ্রুতর জখম করে। স্থানিয় লোকজন গ্রতর আহত অবস্থা তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে আনালে কর্তবরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।
নিহতের বকুল শেখের ছেলে রাকিব হোসেন জানান, আমার বাবা মারা যাওয়ার আগে হত্যার সাথে জড়িত আজমল, মাহামুদ, ইয়ামিন সহ কয়েকজনের নাম বলে যায়।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। আগামিকাল সকালে লাশ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.