নড়াইলের লোহাগড়ায় পূর্ব চর কালনার নির্মাণাধীন রেল প্রকল্প এলাকায় ট্রাক্টরের ধাক্কায় একজন কিশোরীর মৃত্যু হয়েছে।
নিহত জান্নাতি খানম (১১) চর কালনা গ্রামের সিরাজ মুন্সীর মেয়ে এবং সে টি চর কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।
এলাকাবাসী সূত্রে জানা যায় সোমবার সকাল সাড়ে ৯. ৩০ টার দিকে চর কালনার রেল প্রকল্প কাজে নিয়োজিত একটি ট্রাক্টরের ধাক্কায় কিশোরী জান্নাতি খানম ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। এ সময় ট্রাক্টরের চালক চর বগজুড়ি গ্রামের মনিরুল ইসলাম (মিরফুল) এর ছেলে নয়ন পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নসির উদ্দিন সড়ক দূর্ঘনার বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.