শকুনের কালো থাবা
এম.কে.জাকির হোসাইন বিপ্লবী
যে হারালো বুকের মানিক
সে বুঝে তার যন্ত্রণা,
পাড়াপড়শি দেখবে চেয়ে
দেবে শুধু সান্তনা।
স্তব্ধ পৃথিবী ঝরছে অশ্ত্রু
আছিয়া নিয়েছে বিদায়,
চারিদিকে আজ কান্নার ধ্বনি
মানবতা হয়েছে অসহায়।
বিচার বিভাগে চলছে বিচার
জনগণ রয়েছে অপেক্ষায়,
কখন হবে খুনিদের বিচার
কবির হৃদয় জানতে চায়।
জনতার আদালত দিয়েছে রায়
চুপ রয়েছে আদালত,
বিচার করতে ব্যর্থ হলে
দাও ফিরিয়ে ইজ্জত।
চারিদিকে আজ বোনের ইজ্জতে
শকুনের কালো থাবা,
রাষ্ট্রপক্ষের তদন্ত্র কমিটিকে
জানাতে হয় বাহবা।
খুনিদের বিরুদ্ধে ক্ষিপ্ত জনতা
তবুও যদি করতে হয় তদন্ত্র,
ভেঙ্গে দাও আদালত ছূড়ে ফেলো ডাস্টবিনে
রয়েছে যত আইনের মন্ত্র।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.