কুমিল্লার বরুড়া পৌর সদর বাজারে কুমিল্লা( দঃ) জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ জেড শফিউদ্দিন শামীম এর ছবি সম্বলিত ফেস্টুনে চেয়ে গেছে বরুড়া পৌর সদর বাজার। জাতীর পিতা বঙ্গবন্ধুর ছবি, প্রধানমন্ত্রী ছবি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এর ছবি রয়েছে ফেস্টুনের উপরে।
এ জেড শফিউদ্দিন শামীম এস কিউ গ্রুপ ও এস কিউ ফাউন্ডেশনের চেয়ারম্যান। করোনার সময় ব্যাপক সামাজিক কাজ করে সে বরুড়ার মানুষের মাঝে আলোচনায় আসে। গত সাপ্তাহ খানিক আগে কুমিল্লা দঃ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হন তিনি। সাবেক পৌর মেয়র ও কুমিল্লা দঃ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোঃ বাহাদুরুজ্জামান তার সাথে রয়েছেন। রাজনৈতিক ভাবে এই প্রথম ফেস্টুন লাগালেন এ জেড শফিউদ্দিন শামীম। এই নিয়ে বরুড়ার সচেতন জনগণের মাঝে ব্যাপক আলোচনা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.