শবে কদর
শাহজালাল সুজন
শবে কদর পুণ্যে ভরা
মুসলমানের জন্য,
ভাগ্য রাত্রি কয় সকলে
নসিবে হয় ধন্য।
রোজার মাসে শবে কদর
কুড়ির বিজোড় রাতে,
বান্দার গুনাহ্ মাফ করিয়ে
দেন রহমত হাতে।
হাজার রাতের চেয়ে উত্তম
ভাগ্যের রাত্রি বলে,
শান্তির বার্তা নিয়ে আসে
ফেরেস্তাদের দলে।
বরকত আসে ধরার বুকে
ঢেউ খেলে যায় মনে,
কোরআন নাজিল হয়েছিল
শবে কদর ক্ষণে।
দরূদ পড়ো জিকির ধরো
নফল আমল করে,
প্রভুর দ্বারে কেউ ফিরে না
ভাগ্য দিবেন গড়ে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.