
শরতের মেঘ
দেবব্রত মাজী
দেউলপুর, হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত
আসছে জননী আবার স্বগৃহে
আগমনী সুর বাজে,
মায়াময় হয়ে উঠেছে প্রকৃতি
সেজেছে নতুন সাজে।
মেঘলা আকাশেও সাদা ভেলা
উঁকি দেয় মেঘের ভাঁজে
শরতের কাশফুল দেয় দোলা
নদীর খাঁজে খাঁজে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.