লালমনিরহাটে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে ৩ দিন ব্যাপী কবিতা প্রদর্শনী, কবিতা আবৃত্তি, দেয়াল পত্রিকা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় আদিতমারি উপজেলার সাপ্টিবাড়ী কলেজের শহিদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান।
সাপ্টিবাড়ি কলেজের বাংলা,রাষ্ট্রবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে কবি মেলা,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাপ্টিবাড়ী কলেজের অধ্যক্ষ সুদান চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভাষা সৈনিক আব্দুল কাদের ভাসানী, বিশিষ্ট কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি, কবি ড. শাশ্বত কুমার ভট্টাচার্য, আদিতমারি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম, জেলা পরিষদের প্যাণেল চেয়ারম্যান মনছুর আলী, কবি মনজুরুল হক, মাখন লাল দাস, জেলা আওয়ামীলীগের উপ প্রচার সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাপ্টিবাড়ী কলেজের উপাধ্যক্ষ কে.এম ওবায়দুল হক।
মহসিন ইসলাম শাওন,লালমনিরহাট।।
তারিখঃ২১-০২-২০২৩ইং।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.