শান্তির বৃষ্টি ঝড়ুক
প্রিয়াংকা নিয়োগী
কোচবিহার, ভারত
চারিদিকে অশান্ত গরম,
দামালরা উঠে পড়ে লাগে,
ঠান্ডা হাওয়া বওয়ানোর জন্য।
ঠান্ডা হাওয়ার জন্যই
গরম রোষ ওঠে,
মানুষের মানসিকতা গরম বাধে।
এক শান্তির বৃষ্টি নামুক,
সমস্ত শান্ত করবে যা,
মানসিকতা মিস্টি করবে,
পথ ঘাট নদী নালা সব শান্ত করবে,
প্রতিটি মানুষ শান্তি অনুভব করবে।
শান্তির বৃষ্টি সমস্ত অশান্তিকে ধুয়ে দেবে,
ভাসিয়ে নিয়ে যাবে সমস্ত অরাজকতাকে,
হিংসা সরিয়ে মধু তৈরী করবে,
মনের মরুভূমিতে শান্তির জলে ভিজিয়ে রাখবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.