খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) সদস্যরা বুধবার (২২ মার্চ) সকালের দিকে ভারতীয় ৪ হাজার ৫ শ ৬০ পিস ইয়াবা আটক করেন। শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে ভারতীয় ইয়াবাগুলো আটক করা হয়।
খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ তানভীর রহমান পিএসসি ইঞ্জিনিয়ার্স জানান, গোপন সংবাদে জানতে পারি ভারত থেকে জনৈক ব্যক্তি বিপুল পরিমান মাদক দ্রব্য ভারত থেকে পাচার করছে।সে মোতাবেক রুদ্রপুর বিওপি টহলদল দবিমালি ব্রিজের পাশে অবস্থান নেন।পরে জনৈক লোক আসতে দেখে তাকে ধাওয়া করলে হাতের টোপলাটি ফেলে দিয়ে সে পালিয়ে যেতে সম হয়।
টোপলাটি তল্লাশী করে ৪ হাজার ৫ শ ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।উল্লেখ্য, খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর কঠোর নজরদারী ও গোয়েন্দা তথ্যের সঠিক প্রয়োগ এবং সীমান্তে নিরন্তর টহল কার্যক্রম পরিচালনার কারণে সকল প্রকার চোরাকারবারী ও চোরাচালানী মালামাল আটক করতে সক্ষম হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.