মোঃ কামরুজ্জামান সেন্টু
চাঁদপুরের শাহরাস্তিতে মা - মেয়ের হাতে দিনমজুর আলমগীর হোসেন হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে মনিপুর গ্রামবাসী। বুধবার (১৯ মার্চ ২০২৫) বিকেলে স্থানীয় মনিপুর বাজারে রাস্তার দুপাশে অসংখ্য নারী, পুরুষ, শিশু, কিশোর সহ সর্বস্তরের মানুষ মানববন্ধনে একত্রিত হয়। তারা মানববন্ধনে দোষীদের শাস্তির দাবি করেন।
এলাকাবাসীর দাবি, এ হত্যাকাণ্ডের ঘটনায় মনিপুর গ্রামের দীর্ঘদিনের ঐতিহ্য ও সুনাম ক্ষুন্ন হয়েছে। শান্তিপূর্ণ এলাকাটি আজ নরকে পরিণত হয়েছে।
তাঁরা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত মা মেয়ে সহ এর সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করার দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.