মোঃ কামরুজ্জামান সেন্টু, শাহরাস্তি
চাঁদপুরের শাহরাস্তির টামটা উত্তর ইউনিয়নে দাম্পত্য কলহের জেরে উপর্যুপরি ছুরিকাঘাতে স্ত্রীকে খুন করে পালিয়েছে ঘাতক স্বামী হাবিবুর রহমান।
শুক্রবার (১৭ নভেম্বর) বেলা ৩ টায় ওই ইউনিয়নের সুরসই কাজী বাড়িতে এ ঘটনা ঘটেছে।
নিহত রিনা বেগম (২৫) টামটা উত্তর ইউনিয়নের জোড় পাটোয়ারী বাড়ির লুৎফর রহমানের মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হাবিবুর রহমান প্রবাসী। ২ মাস পূর্বে তাদের বিবাহ হয়। দাম্পত্য কলহের জেরে হাবিবুর রহমান রিনা বেগমের শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাতে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
স্থানীয় এলাকাবাসী ডাক চিৎকার শুনে ছুটে এসে রিনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.