মোঃ কামরুজ্জামান সেন্টু
চাঁদপুরের শাহরাস্তিতে ট্রাক চাপায় মোঃ বেলাল হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ২৩ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার বিকেলে দোয়াভাঙ্গা -পানিওয়ালা সড়কের লোটরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে দ্রুত গতিতে আসা বালু ভর্তি ট্রাক মোটর সাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বেলাল হোসেনের মৃত্যু হয়। ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায়। স্থানীয়
এলাকাবাসী ট্রাকটিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জানা যায়, নিহত বেলাল হোসেন সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের রাগৈ গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.