মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
চাঁদপুরের শাহরাস্তির মেহের রেলস্টেশনের প্ল্যাটফর্মে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস স্টেশন ছেড়ে যাওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ট্রেন প্ল্যাটফর্ম ত্যাগ করার কিছুক্ষণ পর যাত্রীরা রেললাইনে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে স্টেশন কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করে।
মেহের রেলস্টেশনের মাস্টার রফিকুল ইসলাম জানান, ‘যুবকটি কিভাবে মারা গেছে তা আমরা নিশ্চিত নই। ট্রেন চলে যাওয়ার পর যাত্রীরা দেখতে পান তিনি ট্রেনে কাটা পড়েছেন। তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে জিআরপি পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এখনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয় নি।
জিআরপি পুলিশ জানিয়েছে, তদন্তের পর মৃত্যুর কারণ ও যুবকের পরিচয় জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.