বিশেষ প্রতিনিধিঃ
চাঁদপুরের শাহরাস্তির নুনিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার আলিম ২য় বর্ষের ৪ শিক্ষার্থীকে অনৈতিক ও অসদাচরণের অভিযোগে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
বুধবার (১৩ আগস্ট) বিকেলে মাদরাসার উপাধ্যক্ষ মাসুদুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, সম্প্রতি আলিম ২য় বর্ষের একজন শিক্ষার্থী শ্রেণিকক্ষে একটি কনডমের প্যাকেট প্রদর্শন করে এক ছাত্রীকে অশ্লীল অঙ্গভঙ্গি করে। ওই দৃশ্য মোবাইল ফোনে ধারণ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। নেটিজেনরা এটিকে নৈতিক স্খলন ও শিক্ষাঙ্গনের জন্য কলঙ্কজনক বলে মন্তব্য করেন।
ঘটনার পর মাদরাসার গভর্নিং বডির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: এরশাদ উদ্দিনের অনুমতিক্রমে ১১ আগস্ট সকাল ১১টায় নিয়ম-শৃঙ্খলা ও শিক্ষার মান উন্নয়ন কমিটি এবং অভিভাবকদের উপস্থিতিতে এক জরুরি সভা হয়। সভায় সর্বসম্মতভাবে এ ঘটনায় জড়িত চার শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কৃতরা হলেন— আমির হামজা, মাহমুদ হাসান, আল আমিন এবং ওই শ্রেণির এক ছাত্রী।
মাদরাসার অধ্যক্ষ মো. দেলোয়ার হোসাইন মোল্লা স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখা ও সুনাম রক্ষার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে তিনি জানান, পরিস্থিতি বিবেচনায় ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসকের নির্দেশে জরুরি সভায় অভিযুক্ত ৪ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন জানান, আমি বিষয়টি অবগত হয়েছি, ইতোমধ্যে অভিযুক্ত ৪ শিক্ষার্থীকে মাদরাসা থেকে বহিষ্কার করা হয়েছে। প্রয়োজনে এ বিষয়ে অধিকতর তদন্ত করা হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.