মোঃ কামরুজ্জামান সেন্টু
চাঁদপুরের শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় তানভীর হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি/২৫) বিকেলে উপজেলা পরিষদের প্রধান ফটকের সম্মুখে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
জানা যায়, নিহত তানভীর হোসেনের পিতা মোঃ আরিফ হোসেন শাহরাস্তি উপজেলা মাধ্যমিক অফিসে চাকুরিরত। তার বাড়ি পাশ্ববর্তী কচুয়া উপজেলায়। তিনি উপজেলা পরিষদের সম্মুখে একটি বাসায় ভাড়া থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তানভীর তার বাসার সামনে সড়কের গতিরোধকের (স্পিড ব্রেকার) পাশ দিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিতে আসা ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ট্রাকটি আটক করা হয় এবং পরে আহত তানভীরকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল বাসার জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে চালক ও ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.