মোঃ কামরুজ্জামান সেন্টু
চাঁদপুরের শাহরাস্তিতে সাজাপ্রাপ্ত ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) তাদের চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।
থানা পুলিশ জানায়, মঙ্গলবার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
ওই সময় উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের বসুপাড়া গ্রামের শহিদ উল্লাহ প্রকাশ শহিদ পাটোয়ারীর পুত্র আব্দুল মান্নানকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে শাহরাস্তি থানার জিআর ১৫৩/১৯ মামলায় সাজা পরোয়ানা রয়েছে।
একই ইউনিয়নের শোরসাক গ্রামের বাচ্চু মিয়া খলিফার পুত্র আরমান হোসেনকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে শাহরাস্তি থানার জিআর ৬৪/২৩ মামলায় সাজা এবং জিআর ৬৩/২৩ ও ফরিদগঞ্জ থানার জিআর ১২৬/২১ মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
এছাড়া চিতোষী পশ্চিম ইউনিয়নের নূনিয়া বেপারী বাড়ির মৃত আবদুল ওহাবের পুত্র হাসান প্রকাশ জামালকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শাহরাস্তি থানার জিআর ১১/১৬ মামলায় সাজা পরোয়ানা রয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, আসামিদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.