মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
চাঁদপুরের শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক, দৈনিক ইনকিলাব ও চাঁদপুর প্রবাহের উপজেলা প্রতিনিধি সৈয়দ আমরুজ্জামান সবুজ (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রোববার (১৩ জুলাই ২০২৫) রাত ১ টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কণ্যা, এক ছেলেসহ বহু আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। সৈয়দ আমরুজ্জামান সবুজ শাহরাস্তি পৌরসভার ৬ নং ওয়ার্ডের শ্রীপুর গ্রামের মিয়া বাড়ির কৃতি সন্তান। বাদ জোহর মরহুমের নিজ বাড়িতে নামাজের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সৈয়দ আমরুজ্জামান সবুজের মৃত্যুতে সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।
শাহরাস্তি প্রেসক্লাবের শোকঃ
চাঁদপুরের শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক দৈনিক ইনকিলাব ও চাঁদপুর প্রবাহের প্রতিনিধি সৈয়দ আমরুজ্জামান সবুজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন, প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন সহ সকল সদস্যবৃন্দ। প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.