বিশেষ প্রতিনিধি
চাঁদপুরের শাহরাস্তি পৌর আওয়ামী লীগের সভাপতি আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েলকে শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার গণমাধ্যম কে এ তথ্য নিশ্চিত করেছেন।
তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার জুয়েল শাহরাস্তি পৌরসভার ১২নং ওয়ার্ডের মুন্সি বাড়ির বাসিন্দা এবং মৃত নজিবুল হক চৌধুরীর পুত্র। ২০২২ সালের নভেম্বরে তিনি পৌর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।
ইতোপূর্বে উপজেলা যুবলীগের আহবায়ক থাকাকালীন তার বিরুদ্ধে ডাকাতিয়া নদীর বালি উত্তোলন ও উন্নয়ন মূলক প্রকল্পে টেন্ডার সিন্ডিকেট নিয়ন্ত্রণসহ অসংখ্য অভিযোগ রয়েছে।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, জুয়েল বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালিত করেছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে শাহরাস্তি থানায় নিয়ে আসার আইনী প্রক্রিয়া চলমান।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.