মোঃ কামরুজ্জামান সেন্টু
চাঁদপুরের শাহরাস্তি পৌরসভা বিএনপির সদ্য ঘোষিত ৬৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ২৪ ঘণ্টার মধ্যে বাতিলের আল্টিমেটাম দিয়ে প্রতিবাদ সভা, সাংবাদিক সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছেন তৃণমূল নেতাকর্মীরা। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত কর্মসূচিতে নেতাকর্মীরা কমিটিকে বিতর্কিত, আত্মীয়কেন্দ্রিক ও আওয়ামী লীগের সুবিধাভোগীদের সমন্বয়ে গঠিত বলে অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তারা জানান, গত ১০ ডিসেম্বর চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত শাহরাস্তি পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটি গঠনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা উপেক্ষা করা হয়েছে। কমিটি পুনর্গঠনের ক্ষেত্রে ভোটের মাধ্যমে ইউনিট ভিত্তিক মতামত গ্রহণের যে সিদ্ধান্ত কুমিল্লা বিভাগীয় টিমের সভায় গৃহীত হয়েছিল তা অনুসরণ করা হয়নি।
তারা আরো জানান, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনে শাহরাস্তি পৌরসভা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ছিলেন। ২০১৩–২০১৪ সালের আন্দোলনে রেলওয়ে, নির্বাচন অফিস ও ভূমি অফিসে নাশকতার মামলাসহ অন্তত ১২টি রাজনৈতিক মামলায় দুই শতাধিক নেতাকর্মী আসামি হন। ২০১৮ সালের নির্বাচনের সময় গায়েবি মামলায় ১৮৫ জন নেতাকর্মী গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাভোগ করেন এবং ২০২৫ সালের ৫ আগস্ট পর্যন্ত আদালতে হাজিরা দিয়ে হয়রানির শিকার হন।
তারা বলেন, ২০২০ সালে সম্মেলনের মাধ্যমে গঠিত ও কেন্দ্রীয়ভাবে অনুমোদিত পৌর বিএনপির কমিটি জেলা ও কেন্দ্র ঘোষিত সব কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। অথচ সেই ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে একটি মনগড়া আহবায়ক কমিটি চাপিয়ে দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে চাঁদপুর-৫ আসনের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত ইঞ্জিনিয়ার মমিনুল হকের বিরুদ্ধে একক সিদ্ধান্তে আত্মীয়স্বজন, ব্যক্তিগত কর্মচারী, দীর্ঘদিন নিষ্ক্রিয় ব্যক্তি ও আওয়ামী লীগের সুবিধাভোগীদের কমিটিতে অন্তর্ভুক্ত করার অভিযোগ করা হয়। একই পরিবারের একাধিক সদস্যকে পদ দেওয়া এবং অতীতে নৌকা প্রতীকের পক্ষে কাজ করা ব্যক্তিদের অন্তর্ভুক্তির বিষয়টিও তুলে ধরা হয়।
নেতাকর্মীরা অভিযোগ করেন, কমিটির কয়েকজন সদস্য দীর্ঘদিন ছাত্রলীগ ও আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এবং বিএনপির কোনো আন্দোলনে অংশ নেননি। এসব কারণে কমিটি ঘোষণার পর পৌর ও উপজেলা বিএনপিতে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।
এছাড়া ইঞ্জিনিয়ার মমিনুল হকের সাম্প্রতিক নির্বাচনী সভায় আওয়ামী লীগকে জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে উল্লেখ এবং বঙ্গবন্ধুকে রাজনৈতিক আদর্শ হিসেবে অনুসরণের বক্তব্য বিএনপির আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করেছে বলে দাবি করেন বক্তারা।
প্রতিবাদ সভা থেকে কেন্দ্রীয় বিএনপির কাছে অবিলম্বে শাহরাস্তি পৌর বিএনপির ঘোষিত আহবায়ক কমিটি বাতিল ও ইঞ্জিনিয়ার মমিনুল হকের মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানানো হয়। একই সঙ্গে ক্লিন ইমেজের ত্যাগী ও গ্রহণযোগ্য নেতাকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে কমিটি বাতিল না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা।
সভায় বক্তব্য রাখেন, শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, পৌর বিএনপির সদ্য সাবেক সভাপতি আবুল খায়ের সিএ এবং সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী।
কর্মসূচি শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.