মো. কাওসার, রাঙ্গামাটিত
মাগুরায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাঙামাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, রাঙামাটি জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যলয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মহিলা দলের নেতাকর্মীরা অংশ নেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এর আগে শহরের বনরুপা এলাকা থেকে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে প্রশাসক কার্যলয়ের সামনে এসে শেষ হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “দেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতা বেড়েই চলেছে। নানা কারণে অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।”
বক্তারা আরও বলেন, “ধর্ষণের মতো বর্বর অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আমরা চাই, প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক এবং বিচার নিশ্চিত করুক।”
উল্লেখ্য, সম্প্রতি মাগুরায় এক তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠে, যা সারাদেশে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.