শিশু
সেন্টু রঞ্জন চক্রবর্তী
আজ যে শিশু
কাল সে পিতা
কিংবা মাতা বিশ্বরূপ,
স্বপ্ন ঘুমায়
দুই চোখে তার
হাজার আশায় ভরা বুক।
স্থান করে দাও
উঠুক বেড়ে
ছুটুক যেথা ইচ্ছে তার,
সব শিশুরাই
সবার কাছে
সবার সেরা উপহার।
আমার শিশু
তোমার শিশু
সবাই আপন করে নাও,
সব শিশুরাই
গড়ে তুলবে
বিশ্বটারে যেমন চাও।
এই পৃথিবীর
সকল ভালো
আলোয় তারা ভরবে,
এই পৃথিবী
তারাই একদিন
নতুন করে গড়বে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.