
শীতের আগমনে
স্বর্ণা তালুকদার
শীতের হাওয়া এলো হেমন্তের বিদায়ে
শুকনো পাতার মড়মড়ে আওয়াজে
প্রকৃতির এমন বৈরী রূপ প্রকাশে
বুনো হাঁসরা উড়ে নীল আকাশে
অথিতি পাখিরা উত্তরে আসে
অানন্দ আর অভিযানের প্রত্যাশাতে
বাতাস শুধায় বিস্ময়ে কিসের রহস্যে
ধরণীতে প্রণয় যে জেগেছে
প্রকৃতি বদলায় অল্প পরিসরেই
হোক না বিধাতার সৃষ্টির উৎস
আমি আর তুমিও জান না
সৃষ্টির এই অজানা রহস্য
পিঠাপুলির ধুম জেগছে
চড়ুইভাতির আমেজে ছুটিতে খুশি জমেছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.