শুকরিয়া জানাই
মোর্শেদা চৌধুরী এ্যানি
শুকরিয়া প্রভু আমি তোমার সহস্র মহিমায় মুগ্ধতে,
শুকরিয়া প্রভু উপভোগ করতে পেরে সৃষ্টির ছন্দে।
শুকরিয়া প্রভু ভুল করে ভোগতেছি প্রায়েশ্চিত্তে,
শুকরিয়া প্রভু রেখেছো আমায় মা-বাবার সান্নিধ্যে।
শুকরিয়া প্রভু রেখেছো শত প্রতিবন্ধকতার মাঝে,
শুকরিয়া প্রভু বেঁচে আছি সাগরের উত্তাল গর্জনে।
শুকরিয়া প্রভু জীবন সাথীর মিল অমিলের বন্ধনে,
শুকরিয়া প্রভু চারপাশের অবাধ্য কষ্টের যন্ত্রণার্তে!
শুকরিয়া প্রভু ধনদৌলত ও প্রাচুর্যে রাখোনি বলে,
শুকরিয়া প্রভু মূল্যহীন সেই নিজস্ব শান্তির পরিবেশে।
শুকরিয়া প্রভু টিকে আছি শত প্রতিকূলতার মাঝে,
শুকরিয়া প্রভু হাবুডুবু খেতে পেরে নিত্য সংগ্রামে।
শুকরিয়া প্রভু জন্ম দিয়েছি দু'টি মনোমুগ্ধকর সন্তান,
শুকরিয়া প্রভু ওদের জন্য হতে না হয় যেনো অপমান
শুকরিয়া প্রভু কিছু মানসিক বিকারগস্ত মন প্রাপ্তিতে,
শুকরিয়া প্রভু অবিশ্বাস্য ভাগ্যের গভীর মিতালীতে।
শুকরিয়া প্রভু সৌভাগ্যের সাথে দেখা হবেনা ভেবে,
শুকরিয়া প্রভু একদিন হঠাৎ চলে যেতে হবে কবরে!
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.